ডাকাতির ছক বানচাল ,বোমাবাজি করে পালালো দুস্কৃতি : ব‍্যাগ থেকে উদ্ধার তৃণমূলের লোগো ছাপা গেঞ্জি

17th July 2020 11:14 pm বাঁকুড়া
ডাকাতির ছক বানচাল ,বোমাবাজি করে পালালো দুস্কৃতি : ব‍্যাগ থেকে উদ্ধার তৃণমূলের লোগো ছাপা গেঞ্জি


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : ডাকাতির ছক বানচাল  ।বোম্ব মেরেই  চলে যেতে হল ডাকাতকে । রাতের অন্ধকারে হঠাৎ করে কোতুলপুর থানার গোপিনাথপুর রামডিহা বাজারে বোমাবাজি । এলাকায়  ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে কোতুলপুর থানার পুলিশ | রাতের অন্ধকারে বেপরোয়াভাবে বাজারে বোমাবাজি কে কেন্দ্র করে উত্তপ্ত রামডিহা বাজার। রামডিহা বাজার এলাকায় মুখে গামছা বাঁধা অবস্থায় এক যুবক এসে বেপরোয়া বোমা ফেলতে শুরু করে ।  উল্লেখ থাকে যে কয়েকদিন পূর্বে এক যুবক অশান্তি তৈরী করেছিলো । এলাকার মানুষ এবং দোকানদার মনে করছেন ওই যুবকই আবারও ডাকাতি করতে এসেছিল । তবে যে যুবক এলাকায় বোমাবাজি করেছে তাকে ধরা না গেলেও তার ফেলে যাওয়া একটা ব্যাগ কুড়িয়ে পায় এলাকাবাসী ।ব্যাগের ভেতরে ছিল তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া গেঞ্জি  ।ঘটনাস্থলে পৌঁছেছেন কোতুলপুর থানার ওসি  আইসি কোতুলপুর এবং বিষ্ণুপুর সাব ডিভিশনের এসডিপিও প্রিয়ব্রত বক্সী। তবে যুবককে এখনো শনাক্ত করা যায়নি ।  কিন্তু বারবার এমন ঘটনা ঘটছে কেন তারই তদন্তে কোতুলপুর থানার পুলিশ |





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।